করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় রাজধানী বেষ্টনকারী সাত জেলায় সরকার কঠোর বিধি-নিষেধ আরোপের পর ঢাকা থেকে সারা দেশে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
সংগঠনের মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার থেকে সারা দেশে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে।
করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় ঢাকা বিভাগের সাত জেলা মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জে আগামী নয় দিন জরুরি পরিষেবা ছাড়া সব ধরনের কার্যক্রম ও চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।