PM- SYM যোজনা : সকলেই ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে চায়। প্রয়োজনে যাতে পরে আর্থিক কষ্ট করতে না হয়, সে জন্যই সঞ্চয় করা অত্যন্ত জরুরি। দেশের নাগরিকদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে কেন্দ্রের বেশ কিছু স্কিম রয়েছে। এই স্কিমগুলি ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারে। আপনিও যদি বিনিয়োগ পরিকল্পনা করে থাকেন, সেক্ষেত্রে এই দারুণ স্কিমটিতে অর্থ বিনিয়োগ করতে পারেন।
পেনশনের জন্য বর্তমানে একাধিক স্কিম রয়েছে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল, Pradhan Mantri Shram Yogi Maan-dhan (PM- SYM) যোজনা। মূলত যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন তাঁরা এই বিশেষ পেনশন পেতে বিনিয়োগ করতে পারেন।
১৮ থেকে ৪০ বয়সের ব্যক্তিরা এই স্কিমটির সুবিধা নিতে পারেন। আবেদনকারীর বেতন মাসিক ১৫ হাজারের বেশি হওয়া চলবে না। বয়সের ভিত্তিতে এক্ষেত্রে প্রিমিয়ামের পরিমাণ নির্ভর করে। ৩৬ হাজার বাৎসরিক পেনশন মাসিক ৩০০০ টাকা করেও নিতে পারেন ব্যক্তি। এক্ষেত্রে ১৮ বছর থেকে কোনও ব্যক্তি বিনিয়োগ করলে মাসিক ৫৫ টাকা করে বিনিয়োগ করতে হবে।