আবারও দিল্লিতে ডেকে পাঠানো হল শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। কেন্দ্রীয় নেতৃত্বের জরুরি তলব পেয়ে আজই দিল্লি উড়ে যাচ্ছেন শুভেন্দু। বাংলার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শুভেন্দুর ফের দিল্লি সফর ঘিরে জোরদার চর্চা রাজ্য রাজনীতিকে। সম্প্রতি দিল্লি গিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এদিকে, তার কিছুদিনি আগেই দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছিলেন শুভেন্দু। এই কয়েকদিনের ব্যবধানে ফের শুভেন্দুর দিল্লি যাত্রা ঘিরে বাড়ছে জল্পনা।