বোবায় ধরলে মানুষ সব টের পায় কিন্তু কথা বলতে পারে না। ঘুমের মধ্যে বোবাধরার অভিজ্ঞতা অনেকেরই আছে। তীব্র ভয়, চাপ, নিশ্বাসে অসুবিধা। অথচ পাশে শুয়ে থাকা কাউকেও জানানো যায় না। কী যে অসুবিধা! চিকিৎসাবিজ্ঞানে বোবাধরাকে বলে স্লিপিং প্যারালাইসিস।
গুম হওয়া লোকদের বেলায়ও দেখা যায়, তারা ফিরে যদিবা আসেনও কিন্তু ঘটনা বিষয়ে মুখে কুলুপ এঁটে থাকেন। তাঁদের মন ও বুদ্ধিকে তখন দাবিয়ে রাখে ভয়। আরও বিপদে পড়ার আতঙ্কে তাঁরা স্বজনের কাছেও মুখ খোলেন না। জানান না কাউকে যে কীভাবে তাঁরা গুম হন, কীভাবেই-বা তাঁরা ফিরে এলেন। গুম থাকার সময়ের সেসব অভিজ্ঞতা কাউকে যেন জানানোর নয়।