সোমবার থেকেই আরও ৫০টি স্পেশ্যাল ট্রেন চালাতে চলছে ভারতীয় রেল। COVID-19-এর জেরে দীর্ঘদিন ট্রেন বন্ধ থাকার পর ফের একবার এই স্পেশ্যাল ট্রেনগুলি চালু করেছে রেল। করোনার জের একটু কমতেই যাত্রীরা চাইছেন আরও ট্রেন চলুক। এরপরেই ৫০টি স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল।
করোনার দাপট নীচের দিকে নামার পর থেকেই ধীরে ধীরে ট্রেনের সংখ্যা বাড়িয়েছে ভারতীয় রেল। রেলের রিপোর্ট বলছে, শুক্রবার ৯৮৩টি এক্সপ্রেস ট্রেন চালানো হয়েছে। যাত্রী চাপ বৃদ্ধি পাওয়ায় জুন ১ থেকে ১৮ তারিখের মধ্যে ৬৬০টি অতিরিক্ত এক্সপ্রেস ট্রেন চালানো হচ্ছে।