বাংলাদেশে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে

ভয়েস অব আমেরিকা (আমেরিকা) প্রকাশিত: ২০ জুন ২০২১, ১৯:১৫

স্বাস্থ্য দপ্তর গত ২৪ ঘণ্টায় যে পরিসংখ্যান দিয়েছে তাতে ৮২ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন তিন হাজার ৬৪১ জন। শনাক্তের হার ১৬ দশমিক ৩৮ শতাংশ। ঢাকা বিভাগে মারা গেছেন ২১ জন। করোনা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। বিশেষ করে রাজশাহী ও খুলনার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণহীন।


খুলনায় একদিনে রেকর্ডসংখ্যক ৩২ জনের মৃত্যু হয়েছে। একই সময় আক্রান্ত হয়েছেন ৭৬৩ জন। খুলনা বিভাগের ১০ জেলায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৪৫ হাজার ৩২ জন। রাজশাহীতে মারা গেছেন ১৯ জন। স্বাস্থ্য দপ্তর গত ২৪ ঘণ্টায় যে পরিসংখ্যান দিয়েছে তাতে ৮২ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন তিন হাজার ৬৪১ জন। শনাক্তের হার ১৬ দশমিক ৩৮ শতাংশ। ঢাকা বিভাগে মারা গেছেন ২১ জন। ওদিকে আগামীকাল সোমবার থেকে ফাইজারের টিকা দেয়া শুরু হবে। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, ঢাকার তিনটি কেন্দ্র থেকে ৩৬০ জনকে টিকা দেয়া হবে। কোন পার্শ্বপ্রতিক্রিয়া হয় কিনা দেখার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। কোভ্যাক্স থেকে বাংলাদেশ এক লাখ ৪২০ ডোজ টিকা পেয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us