ভারি বর্ষণে পাবনার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পৌরসভার ১৫টি ওয়ার্ডের বেশ কয়েকটি মহল্লায় দেখা দিয়েছে জলাবদ্ধতা।
আর এই জলাবদ্ধতার কারণ খুঁজতে পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান নিজেই পানিতে নেমে এলাকা ঘুরে ঘুরে দেখছেন। সেই সঙ্গে ড্রেনের নিষ্কাশন ব্যবস্থা সংস্কার কাজ তদারকি করছেন।