তিনি সব সময় মাড় দেওয়া ইস্ত্রি করা ধোপদুরস্ত কাপড় পরতেন। আমি মনে করতে পারি না ঠিক কোন দিন বা কখন ওই সাদা বিশেষ ছাঁটের ঢিলেঢালা পাঞ্জাবি-পায়জামা কামাল লোহানী (আমাদের দুলাল ভাই) নামের সমার্থক হয়ে গেছে। নিশ্চিতভাবে তাকে নিজবাড়িতে, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে, বিয়েবাড়িতে অথবা পুরোনো দিনের ছবিতে একই পোশাকে দেখা যেত। কখনও-বা কাঁধে একটি শাল চাপানো। এই পোশাক এককভাবে তার মানসিক শক্তির পরিচয় বহনকারী, প্রথম দর্শনেই যে সৌন্দর্যের সরলতা তা তাকে বিপুলভাবে আকৃষ্ট করত।
সত্যি বলতে কামাল লোহানী তার পরিধেয় বিষয়ে যথেষ্ট অনমনীয় ছিলেন। ১৯৭৯ সালে রাষ্ট্রপতির অনুগামী দলের সদস্য হয়ে তিনি লুসাকা, জাম্বিয়ায় কমনওয়েলথ রাষ্ট্রপ্রধানদের সম্মেলনে যোগ দেওয়ার জন্য নির্বাচিত হলে পোশাক হিসেবে স্যুট পরতে অস্বীকৃতি জানান। ফলে তাকে দল থেকে বাদ দেওয়া হয়। ওই সময় তিনি দৈনিক বার্তার নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। তবে ঘনিষ্ঠ বন্ধু বিখ্যাত পরিচালক ও নাট্যকার আব্দুল্লাহ আল মামুনের নাটক 'উজান পবনে' স্কুলশিক্ষকের চরিত্রে অভিনয়ের সময় জীবনে একবার তাকে প্যান্ট পরতে দেখা যায়।