আজ বিশ্ব বাবা দিবস। আমি সারা বছর হরেক বিষয়ে হকের রকম লেখালেখির চেষ্টা করি। লিখি কাজের ফাঁকে আর ব্যস্ততার অবসরে। লিখি নানান বিষয়ে, কিন্তু আজকের মত লেখা লিখেছি কমই। আজকের লেখাটা আজকের এই বিশেষ দিবসে আমার প্রয়াত পিতার উদ্দেশে উৎসর্গকৃত, যার মত হওয়ার আমার চেষ্টাটা নিরন্তর, তবে এখন পর্যন্ত লক্ষ্যটা অর্জনের ধারে কাছেতো পৌঁছাতে পারি-ই নাই, কোনদিন আদৌ পারবো কিনা তাও জানিনা। আমার প্রয়াত পিতা প্রকৌশলী মাহতাব উদ্দিন আহমেদ একজন লড়াকু মানুষ ছিলেন। অসুস্থতার সাথেও লড়েছিলেন দীর্ঘদিন। কিন্তু পরপর তিন-তিনটি হার্ট অ্যাটাকে ধাক্কা সামলাতে না পেরে অবশেষে ২০১৬-এর ১৫ ফেব্রুয়ারি ভোর চারটায় তিনি এই পৃথিবী ছেড়ে যান।