মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশে সংক্রমণ পরিস্থিতির বড় অবনতি হয়েছে। মে মাসের তৃতীয় সপ্তাহ থেকেই ভারত-সীমান্তবর্তী জেলাগুলোতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছিল। এর মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলার পরিস্থিতি দ্রুত খারাপ হতে থাকে। এখন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের জেলাগুলোতেও সংক্রমণ দ্রুত বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ঢাকার আশপাশেও সংক্রমণ বাড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে সংক্রমণের আরেকটি ঢেউ দেশে আসতে পারে বলে আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।