সিঙ্গাপুরে অর্ধেকেরও বেশি মানুষ করোনা ভ্যাকসিনের কমপক্ষে একটি ডোজ নিয়েছেন। প্রায় ৩৬ শতাংশ উভয় ডোজ বা সম্পূর্ণ টিকা পেয়েছেন। ১৯ জুন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওং ইয়ে কুং এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
ফেসবুকে সর্বশেষ পরিসংখ্যান পোস্ট করে দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেন, আসুন সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলি, সুন্দর জীবন গড়ি। আমরা চেষ্টা করছি দ্রুত টিকা দেয়ার কাজ সম্পন্ন করার। তবে বিশ্বব্যাপী চাহিদার কারণে আমরা সরবরাহে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব আরও স্লট খোলার জন্য আরও বেশি ভ্যাকসিন সরবরাহের বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব।