ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে কট্টরপন্থি বিচারক ইব্রাহিম রাইসি বিপুল ভোটে জয়ী হয়েছেন।
শুক্রবারের নির্বাচনে পড়া দুই কোটি ৮৬ লাখ ভোটের মধ্যে শনিবার প্রায় ৯০ শতাংশ গণনার পর দেখা গেছে, রাইসি এক কোটি ৭৮ লাখ ভোট পেয়ে অন্যান্যদের চেয়ে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন।
অন্য প্রার্থীদের পক্ষে এ ব্যবধান অতিক্রম করা সম্ভব হবে না বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জামাল ওরফি টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, খবর বার্তা সংস্থা রয়টার্সের।