সমালোচনাকে সঙ্গী করেই এগিয়ে চলার বার্তা দিলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি।
শনিবার এক ফেইসবুক পোস্টে এ চিত্রনায়িকা লিখেছেন, “আমি সমালোচনা পছন্দ করি, এটি আমাকে সবসময় শক্তিশালী করে।”
ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে সোমবার পরীমনির মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে ঘটনার দিক বুধবার বনানী থানায় অভিযোগ দায়ের করতে গিয়েও কোনো সহায়তা পাননি বলে জানিয়েছিলেন পরীমনি। চার দিনে যারা ঘটনাটি জেনেছেন, তাদের অনেকেও উল্টো ‘দমিয়ে রাখার’ চেষ্টা করা হয় বলে জানান পরীমনি।
পরে প্রথমে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে ও সংবাদ সম্মেলন করে অভিযোগ তোলার পর মামলা নিয়ে আসামীদের গ্রেপ্তার করেছে পুলিশ।