আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো চালুর জন্য দিক নির্দেশনা দাবি করেছে পাট, সুতা, বস্ত্রকল, শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ। শনিবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশ থেকে এই দাবি তোলা হয়।
আধুনিকায়ন করে পাটকল চালু, বদলি শ্রমিকসহ সবার বকেয়া পাওনা পরিশোধ, পিপিপি বা ব্যক্তি মালিকানার নামে লুটপাট বন্ধ, বিরাষ্ট্রীয়করণ বাতিলের দাবিতে ওই সমাবেশের আয়োজন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। একই সঙ্গে এক হাজার ২০০ কোটি টাকা বিনিয়োগ করে পাটকল আধুনিকায়ন করতে শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদের প্রস্তাব গ্রহণ করার দাবি জানানো হয়।