কাপ্তাইয়ে জলবিদ্যুৎ কেন্দ্রে পানির অভাবে বিদ্যুত্ উত্পাদন অস্বাভাবিক হারে কমিয়ে আনা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের জন্য পাঁচটি ইউনিট সচল থাকলেও লেকে পানি কম থাকায় বর্তমানে একটি ইউনিটকে বিদ্যুৎ উৎপাদনে রাখা হয়েছে।
বর্তমানে বর্ষা মৌসুম চলছে। কিন্তু আষাঢ়েও বৃষ্টির দেখা নেই সেখানে। ফলে লেকে পানিও জমা হচ্ছে না। এভাবে আর সপ্তাহখানেক চললে পানির অভাবে বিদ্যুৎ উৎপাদন চরমভাবে বিঘ্নিত হবে বলেও সংশ্লিষ্টরা জানান।