‘ডিজিটালাইজেশনের মাধ্যমে ঘরে বসে মানুষ বিচারিক তথ্য সংগ্রহ করতে পারবে’

মানবজমিন প্রকাশিত: ১৯ জুন ২০২১, ০০:০০

সিলেট মহানগর দায়রা জজ মো. আব্দুর রহিম বলেছেন, বিচারিক কার্যক্রম ডিজিটালাইজেশনের আওতায় আনা হলে মানুষ বিচার সংশ্লিষ্ট অনেক তথ্য ঘরে বসেই সংগ্রহ করতে পারবে।’  তিনি মহানগর দায়রা জজ আদালত, সিলেটে এটুআই প্রোগ্রামের সহযোগিতায় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে জুডিশিয়াল ড্যাশবোর্ড ওরিয়েন্টেশন ও পরিচালনা পদ্ধতি বিষয়ক এক ভার্চ্যুয়াল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন। প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা করেন যুগ্ম মহানগর দায়রা জজ, সিলেট মোহাম্মদ দিদার হোসাইন। সভাপতির বক্তব্যে মহানগর জজ আরো বলেন, অতিমারি করোনাভাইরাস সংক্রমণে বিচারপ্রার্থী জনগণের ঝুঁকি হ্রাস করার জন্য ডিজিটাল পদ্ধতি এখন সময়ের দাবি, অধস্তন আদালতে মামলার শারীরিক উপস্থিতির বিকল্প হিসেবে বিভিন্ন ডিজটাল কর্মপন্থা ও পদ্ধতিগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে ডিজিটাল ড্যাশবোর্ড সক্রিয়করণের মাধ্যমে করোনা অতিমারির দীর্ঘ ও অনিশ্চিত সময়ে জনগণের বিচারিক সেবা প্রাপ্তির চ্যালেঞ্জ কিছুটা হলেও লাঘব হবে। কার্যকর ই জুডিশিয়ারি বিনির্মাণে এবং বিচারিক সেবা সহজপ্রাপ্য করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন। এছাড়াও ভার্চ্যুয়াল প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন- এটুআই জুডিশিয়ারি টিমের সদস্য বিজ্ঞ অতিরিক্ত জেলা জজ ও ডোমেইন এক্সপার্ট ফারজানা খান, বিজ্ঞ যুগ্ম জেলা জজ ও ডোমেইন এক্সপার্ট সাব্বির মাহমুদ চৌধুরী এবং বিজ্ঞ সিনিয়র সহকারী জজ ও ডোমেইন এক্সপার্ট মাহবুব সোবহানি। প্রশিক্ষণে আলোচনায় অংশগ্রহণ করেন- অতিরিক্ত মহানগর দায়রা জজ, সিলেট মমিনুন নেসা, যুগ্ম মহানগর দায়রা জজ, সিলেট মোহাম্মদ মিল্লাত হোসেন, ভারপ্রাপ্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সিলেট আবদুল মোমেন। প্রশিক্ষণে মহানগর দায়রা জজ আদালত, সিলেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, সিলেট এর বিভিন্ন পর্যায়ের বিচারকমণ্ডলি ও সহায়ক কর্মচারীরা অংশগ্রহণ করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us