ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানকে রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানা থেকে মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার দুপুরে তিনি রংপুরের শ্বশুরবাড়িতে উপস্থিত হন। পরে বেলা পৌনে তিনটার দিকে তাঁকে রংপুর নগরীর কোতোয়ালি থানায় নেওয়া হয়।
আবু ত্ব-হাকে ডিবি কার্যালয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ। তিনি জানান, আবু ত্ব-হার সঙ্গে নিখোঁজ অন্য তিনজনকেও নিজ নিজ বাড়ি থেকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। সেখানে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।