সম্পর্ক উন্নয়ন ও শিক্ষার্থী কল্যাণই মুক্তির পথ

সমকাল উমর ফারুক প্রকাশিত: ১৮ জুন ২০২১, ১১:৩৪

জুলিয়াস সিজারকে ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচয় করিয়ে দেয়। আনুমানিক খ্রিষ্টপূর্ব ১০০ সালে তার জন্ম। জুলিয়াস ছিলেন রোমের প্রধান সেনাপতি। রোমে তখন গণতন্ত্র বিরাজমান ছিল। জুলিয়াস রাষ্ট্রক্ষমতার জন্য 'বিভাজন ও শাসন' নীতি প্রয়োগ করেন। সফলও হন। ক্রমে রোমকে একনায়ককেন্দ্রিক রাজ্যে পরিণত করেন তিনি। তারপর 'এলাম, দেখলাম, জয় করলাম' দাম্ভিকতা নিয়ে রোমকে শাসন করেন। পরবর্তী সময়ে নেপোলিয়নও একই শাসননীতি অনুসরণ করেন এবং ১৮০৪ থেকে ১৮১৪ পর্যন্ত ফ্রান্স শাসন করেন। ক্ষমতার বৃহত্তর ঘনত্বকে টুকরো টুকরো করে ক্ষমতা অর্জন ও বজায় রাখার কৌশলই 'বিভাজন ও শাসন' নীতি। এই প্রক্রিয়ায় শক্তিগুলো ছোট হয়ে আসে, ফলে ক্ষমতা গ্রহণ ও টিকে থাকা সহজ হয়। আজকের সমাজে ক্ষমতায় যাওয়া ও ক্ষমতায় টিকে থাকার জন্য সবচেয়ে বড় অস্ত্র হলো, 'বিভাজন ও শাসন' নীতি। রাষ্ট্রক্ষমতা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবখানেই 'বিভাজন ও শাসন' নীতির জয়জয়কার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us