পেটের মেদ থেকে ‘প্রোস্টেইট’ ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। শরীরে মেদ জমলে, ভুঁড়ি বাড়লে প্রথম যে অস্বস্তি দেখা তা হল চলাফেরায় আগের মতো চাঞ্চল্য পাওয়া যায় না। ভাবতে থাকেন ব্যায়াম করব, খাওয়া নিয়ন্ত্রণ করব। তবে ভাবনা আর বাস্তব হয় না বিভিন্ন ঝামেলায় কিংবা শুধুই আলসেমির কারণে। তাই মানুষকে ওজন নিয়ন্ত্রণে অনুপ্রেরণা যোগাতে বিশেষজ্ঞরা জানিয়েছেন গবেষণা সিদ্ধ দুঃসংবাদ।