এক বছরেরও বেশি সময় ধরে করোনার কারণে প্রবেশে নিষেধাজ্ঞা থাকার পর পর্যটকদের জন্য ফের পুরোপুরি খুলে দেয়া হচ্ছে থাইল্যান্ড। তখন ভ্রমণের উদ্দেশে যে কেউ প্রবেশ করতে পারবেন। বুধবার (১৬ জুন) থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা এমন ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, আগামী ১২০ দিনের মধ্যে থাইল্যান্ড পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে। আর্থিক ব্যবস্থাপনা ও করোনার ঝুঁকি পর্যালোচনা করে কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তার বক্তব্যের একটি ভিডিও পাঠানো হয়েছে; যাতে এসব বিষয় নিয়ে কথা বলেছেন প্রায়ুথ। প্রধানমন্ত্রী জানিয়েছেন, চলতি বছরের মধ্যে দেশজুড়ে ১০ কোটি ৫৫ লাখ করোনার টিকাদান নিশ্চিত করা হবে। পরের বছর আরও মানুষকে টিকা দেয়া হবে।