ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ মালাকুতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গতকাল বুধবার স্থানীয় সময় বেলা ১১টা ৪৩ মিনিটে ৬ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। তবে কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি। খবর ভলকানো ডিসকভারির।
জানা গেছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মালাকু টেঙ্গাহ জেলার ৬৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। এলাকাটি প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ের মধ্যে অবস্থিত, যেখানে ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে।