গাজীপুরের কালিয়াকৈরে গত দুই বছর ধরে চরম ভোগান্তির শিকার ২০ গ্রামের মানুষ। উপজেলার সফিপুর হয়ে মাজুখান লস্করচালা আঞ্চলিক সড়কের নওপাইকা এলাকায় প্রায় আধা কিলোমিটার সড়কের সংস্কারকাজ গত দুই বছর ধরে ফেলে রাখার কারণে গ্রামবাসীদের ভোগান্তির শেষ নেই।
সড়কের ওই আধা কিলোমিটার সংস্কার না হওয়ার বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, ওই সড়কে গত দুই বছর আগে কাজ পাওয়া ডলি কন্টস্ট্রাকশন এন্টারপ্রাইজ দেউলিয়া হয়ে যাওয়ায় কাজ ফেলে পালিয়ে গেছেন ঠিকাদার। ফলে ওই সড়কের আধা কিলোমিটার সড়ক সংস্কারকাজের জন্য নতুন করে টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে।