করোনাভাইরাস সংক্রমণের নতুন হটস্পট হয়ে উঠছে চুয়াডাঙ্গা; যেখানে গত চার দিন ধরে শনাক্তের হার ৪৩.১৯ থেকে ৫৭ শতাংশের মধ্যে রয়েছে।
জেলার সিভিল সার্জন দপ্তরের চিকিৎসা কর্মকর্তা আওলিয়ার রহমান জানান, বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় ১২৮ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের পজিটিভ পাওয়া গেছে, শনাক্তের হারে যা ৪৬ দশমিক শূন্য ৯ শতাংশ। এর আগের তিন দিন এই হার ৪৩.১৯ থেকে ৫৭ শতাংশের মধ্যে ছিল।