জাতীয় নিরাপত্তার স্বার্থে ‘ক্যাশ সার্ভার’ সরকারের নিয়ন্ত্রণ ও মনিটরিংয়ের আওতায় আনা হচ্ছে। সব আইএসপি তাদের নেটওয়ার্কে ক্যাশ সার্ভার রাখতে পারবে না। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি এরইমধ্যে নির্দিষ্ট করে দিয়েছে কারা ক্যাশ সার্ভার রাখতে পারবে। তাতে করে আইএসপিগুলোর মধ্যে শুধু নেশনওয়াইড আইএসপি ছাড়া অন্যরা (বিভাগীয়, জেলা ও থানা পর্যায়) ক্যাশ সার্ভার রাখতে পারবে না। এ বিষয়ে গত ১ ফেব্রুয়ারি ৬ মাসের সময় দিয়ে নির্দেশনা জারি করেছে বিটিআরসি, যার মেয়াদ আগামী ৩১ জুলাই পর্যন্ত।
বিটিআরসির ওই নির্দেশনায় মনোক্ষুণ্ন হয়েছে অন্য আইএসপিগুলো (ইন্টারনেট সেবাদানকারী)। তারাও ক্যাশ সার্ভার স্থাপনের সুযোগ চায়। এ উপলক্ষে আইএসপিএবি (ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন) নেতারা (সংগঠনের ৫ নেতা) বুধবার (১৬ জুন) বিকালে বিটিআরসির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিটিআরসির সামনে প্রেজেন্টেশন দেওয়া হয় আইএসপিএবির পক্ষ থেকে। এতে সব আইএসপিকে সমান সুযোগ (ক্যাশ সার্ভার রাখার) দেওয়ার আবেদন জানানো হয়। এখন যেভাবে আছে সেভাবেই সবার জন্য সমান সুযোগ রাখার কথাও বলেন তারা।