ঢাকা বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রনাথ ঠাকুর :জানা-অজানা

সমকাল ওবায়দুল হাসান প্রকাশিত: ১৬ জুন ২০২১, ১৭:৩৫

ঢাকা বিশ্ববিদ্যালয়। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। শিক্ষাদান ছাড়াও নানা বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ, আন্দোলন এবং স্বাধিকার অর্জনের প্রত্যয়েও সদা মানবিক ও সোচ্চার থেকেছে এই অনন্য শিক্ষাপ্রতিষ্ঠান। এক সময় এ বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো। এ বছর আমাদের প্রাণপ্রিয় এ শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রতিষ্ঠার একশ বছর পূর্তি। ১৯২০ সালে বঙ্গীয় আইন সভা বা বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল কর্তৃক 'ঢাকা বিশ্ববিদ্যালয় আইন' পাস করার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইনি ভিত্তি লাভ করে। ২০২১ সালের ১ জুলাই পাঠদানের মধ্য দিয়ে এই বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। ৮৭৭ জন ছাত্র নিয়ে। কলা, বিজ্ঞান ও আইন- এই তিনটি অনুষদ ও বারোটি বিভাগ নিয়ে ছিল এর শুরু। প্রথম উপাচার্য ছিলেন পি. জে. হারটগ। প্রথম কনভোকেশন হয়েছিল ১৯২৩ সালে। শুরুর বছরগুলোতে শিক্ষক ও ছাত্রদের বড় অংশই ছিল হিন্দু ধর্মাবলম্বী। আজ পর্যন্ত এ বিশ্ববিদ্যালয় থেকে লক্ষ লক্ষ ছাত্র শিক্ষা গ্রহণ পর্ব শেষ করেছে। তাদের মধ্যে অনেকে জীবনে প্রতিষ্ঠা পেয়েছেন, আবার অনেকে হারিয়ে গেছেন বিস্মৃতির অন্তরালে। এই বিশ্ববিদ্যালয়েই কেটেছে আমার শিক্ষাজীবনের শেষ পর্ব। এর সঙ্গে জড়িয়ে থাকা অনেক তথ্য জেনেছি। এখনও জানতে ইচ্ছে হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us