অনেকদিন ধরেই ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের কোচ রাহুল দ্রাবিড়। যুব দলের দায়িত্বে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। তাই শোনা যাচ্ছিল শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলের কোচের দায়িত্ব পেতে পারেন তিনি। শেষ পর্যন্ত তাই হচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেসকে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেন, ‘শ্রীলঙ্কা সফরে দ্রাবিড়ই কোচ হচ্ছেন।’
এখন প্রশ্ন আসতে পারে, রবি শাস্ত্রী কি বাদ পড়েছেন? না, তা নয়। একই সময়ে ভারতের দুটি জাতীয় দল দুটি সিরিজ খেলবে। দ্রাবিড়ের কোচিংয়ে থাকা দল যাবে শ্রীলঙ্কা সফরে। আর ররি শাস্ত্রীর কোচিংয়ে দল খেলবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। শ্রীলঙ্কা সফরের জন্য নির্বাচিত তারকারা মুম্বাইয়ে গতকাল সোমবার থেকে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিন শুরু করেছে।