করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে যশোরের বেনাপোল ও শার্শা উপজেলায় বিকেল ৫টার পর সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনাসহ ১২ দফা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) এক গণবিজ্ঞপ্তিতে এ বিধিনিষেধ জারি করা হয়। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক এই কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। এখন থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঘরের বাইরে এবং জনসমক্ষে সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে। গণপরিবহন বন্ধ থাকবে। বিকেল ৫টার পর সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে।’