দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তান ২০২০ সালে সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন অনলাইনের খবরে এ তথ্য দেওয়া হয়।
পাকিস্তান ইকোনমিক সার্ভের বরাত দিয়ে মিনিস্ট্রি অব ওভারসিজ পাকিস্তানিজ অ্যান্ড এইচআরডি এক টুইবার্তায় এমন দাবি করেছে। তারা বলছে, ২০২০ সালে করোনা মহামারির মধ্যেও দুই লাখ ২৪ হাজার ৭০৫ জনকে বিশ্বের বিভিন্ন দেশে শ্রম বিক্রির জন্য পাঠাতে সক্ষম হয়েছে।