গত বছর মার্চ মাস থেকে দেশের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ আছে। এ সময়ে শহরের ছেলেমেয়েরা কোনো না কোনোভাবে পড়ালেখা ধরে রেখেছে। শহরাঞ্চলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টিকে থাকার স্বার্থে হলেও অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছে। কিন্তু গ্রামের ছেলেমেয়েরা এমন সুযোগ পাচ্ছে না। ২০২০ সালে যে শিশু শিক্ষার্থী প্রথম শ্রেণিতে ভর্তি হয়ে নতুন বই পড়তে শুরু করেছিল, সে এখন দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হয়ে প্রায় অর্ধেক শিক্ষাবর্ষ অতিবাহিত করছে। প্রথম শ্রেণিতে মূলত শব্দ তৈরি, পড়তে ও লিখতে শেখে। দ্বিতীয় শ্রেণিতে এসে শিক্ষার্থী নিজে নিজে পড়তে এবং বাক্য গঠন করে লিখতে শুরু করে। স্কুল বন্ধ থাকায় গ্রামের স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা অক্ষর ঠিকমতো চিনবে কিনা, সন্দেহ থেকেই যায়।