জম্মু-কাশ্মীরে ফের রাজনৈতিক প্রক্রিয়া শুরুর ইঙ্গিত দিল কেন্দ্র। সরকারি সূত্রে খবর, রাজনৈতিক প্রক্রিয়া শুরু ও রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার বিষয়ে জম্মু-কাশ্মীরের রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা শুরু হতে পারে। বিরোধী দলগুলির গুপকর জোটের তরফেও এই আলোচনায় যোগ দেওয়ার ইঙ্গিত মিলেছে।
২০১৮ সালের জুন মাসে মেহবুবা মুফতির সঙ্গে বিজেপির জোট ভাঙার পরে জম্মু-কাশ্মীরে রাষ্ট্রপতির শাসন জারি হয়। ২০১৯ সালের অগস্টে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করে রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে নরেন্দ্র মোদী সরকার।