এক দলের হইয়া ভোটে জিতিবার পরে জনপ্রতিনিধি হিসাবে স্বাক্ষরের কালি শুকাইতে না শুকাইতে বিপরীত দলে যোগদানের এমন তৎপরতা দেখিয়া পশ্চিমবঙ্গবাসী অতীতে কাতর হইতেন, এখন বিস্তরে পাথর হইয়াছেন। বুঝিয়াছেন, রাজনৈতিক আদর্শ এখন পদ্মপাতায় জলের ন্যায়— অতিশয়চপলম্। কিন্তু তাহার পরেও কথা থাকিয়া যায়। আদর্শের কথা নহে, হিসাবের কথা। বিধানসভায় মুকুলবাবুর অবস্থানটি এখন কী দাঁড়াইবে?