শাবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের কমিটি গঠন

মানবজমিন প্রকাশিত: ১৪ জুন ২০২১, ০০:০০

বিভাগের প্রথম ব্যাচের ছাত্র মুসলেহ উদ্দীন খুশবুকে সভাপতি ও ষষ্ঠ ব্যাচের ছাত্র কাসমির রেজাকে সাধারণ সম্পাদক করে শাবি’র অর্থনীতি বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের ৩১ সদস্য বিশিষ্ট দ্বিতীয় কার্যকরী কমিটি গঠিত হয়েছে। গত শনিবার রাতে এক ভার্চ্যুয়াল সাধারণ সভায় এ কমিটি গঠিত হয়। সংগঠনের সাবেক সভাপতি অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাসমির রেজার সঞ্চালনায় উক্ত ভার্চ্যুয়াল সাধারণ সভায় দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের সাবেক ছাত্রছাত্রীরা যোগ দেন। সভায় বিগত সাধারণ সভায় গঠিত সাবজেক্ট কমিটির প্রধান ডক্টর নাসিম সাঈদী নতুন কার্যকরী কমিটি প্রস্তাব করেন। দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে কমিটি পাস হয়। সভায় সংগঠনের উপদেষ্টা কমিটিও গঠিত হয়। উপদেষ্টা কমিটিতে রয়েছেন ড. নাসিম সাইদী, অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান, মো. ফরিদ আলম, সঞ্জিত কুমার রায় ও মোহাম্মদ আব্দুল কাদির। ৩ বছর মেয়াদি এ কার্যকরী কমিটিতে আরও রয়েছেন সহ-সভাপতি রাফিয়া মকবুল, ড. মনসুর আহমেদ বিপ্লব, অধ্যাপক ড. আব্দুল মুনিম জোয়ারদার, কোষাধ্যক্ষ তারেক মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক জেবিন আক্তার, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মোরশেদ সিমন, মুনাদির ইসলাম চৌধুরী, এসএম জার্জিস আলম জেরি, সমাজকল্যাণ সম্পাদক ফয়জুর রহমান, প্রচার ও জনসংযোগ সম্পাদক শেখ জিহান আসিফ সাদাত, সাংস্কৃতিক সম্পাদক নিয়াজ বিন আজহার, ক্রীড়া সম্পাদক সুমন চন্দ্র দাস, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. নাহিদ মিয়া, দপ্তর সম্পাদক শুভাশিষ পাল শুভ, কার্যকরী কমিটির সদস্য সনজিত কুমার বণিক, মোহাম্মদ কামরুল ইসলাম, জি এম হারুন-অর-রশিদ, খুরশেদ আলম হিটু, রাশেদ রাফিউদ্দিন মিথুন, সাব্বির আহমেদ চৌধুরী, মো. নজরুল ইসলাম, মুরাদ চৌধুরী, মাসুদা ইয়াসমিন সুমি, মোহাম্মদ তানভীর বক্স, আবু মো. ইউসুফ বিন আহমদ, রাশেদ খান মিলন, সাদিয়া মতিন মিথিলা, তানিম পাপিয়া ও মো. আব্দুল লতিফ মাহমুদ সুমন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us