সিলেটে থানার ভেতরেও পুলিশের ওপর হামলা চালায় ছাত্রলীগ কর্মী সৌরভ

মানবজমিন প্রকাশিত: ১৪ জুন ২০২১, ০০:০০

থানা হাজতে নেয়ার পথেও পুলিশ কনস্টেবলের ওপর হামলা চালায় সিলেটে আটক হওয়া ছাত্রলীগ কর্মী সৌরভ। এ সময় সে পালিয়ে যেতে পুলিশের এক কনস্টেবলের সঙ্গে ধস্তিধস্তি করে। এক পর্যায়ে সে মিন্টু নামের ওই কনস্টেবলকে মারধরও করে। সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ কথা জানানো হয়। পুলিশ জানায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর চৌহাট্টায় সিগন্যাল অমান্য করে এগিয়ে যাওয়ার চেষ্টাকালে বাধা দেয়ায় ট্রাফিক পুলিশের এক সার্জেন্টকে মারধর করেন সৌরভ চৌধুরী নামের এক যুবক। সৌরভ সিলেটের টুকেরবাজার এলাকার পীরপুর গ্রামের সন্তোষ ঘোষের ছেলে। সে নিজেকে ছাত্রলীগ কর্মী বলে দাবি করেছে। এ ঘটনায় সৌরভ ও তার ভাই বাদল  চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে  সৌরভ ও বাদলকে গ্রেপ্তার করে  কোতোয়ালি থানায় নিয়ে যাওয়ার পর থানা প্রাঙ্গণে হাতকড়া পরা অবস্থায়ই থানায় কর্তব্যরত পুলিশ সদস্য সাইফুর রহমান মিন্টুর ওপর হামলে পড়েন ছাত্রলীগ কর্মী সৌরভ। এ সময় সাইফুরকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে তার পরনের সরকারি পোশাক টেনে-হিঁচড়ে ছিঁড়ে পুলিশ হেফাজত থেকে পালানোর চেষ্টা করেন সৌরভ। এর আগে শনিবার দুপুর ১২টার দিকে নগরীর চৌহাট্টা পয়েন্টে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চারদিকের সড়কেই গাড়ির লম্বা লাইন লেগে যায়। এ সময় ট্রাফিক সার্জেন্ট মোহাম্মদ জসিম উদ্দিন দু’দিকের গাড়ি বন্ধ করে দুদিকের গাড়ি ছাড়েন। কিন্তু ছাত্রলীগ কর্মী সৌরভ সার্জেন্টের সিগন্যাল অমান্য করে  মোটরসাইকেল নিয়ে এগিয়ে যেতে চাইলে জসিম উদ্দিন বাধা দেন। এসময়  সৌরভ উত্তেজিত হয়ে ‘আমি ছাত্রলীগ করি। ফোন দিলে তর অবস্থা বেহাল হবে’- এ কথা বলে ট্রাফিক সার্জেন্টের দিকে তেড়ে গিয়ে মারধর শুরু করেন। এতে ট্রাফিক সার্জেন্ট জসিম আহত হন। এদিকে গ্রেপ্তার হওয়া সৌরভকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us