চট্টগ্রামে সাবেক মন্ত্রীর ছেলের বাড়ির অবৈধ ২২ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

মানবজমিন প্রকাশিত: ১৪ জুন ২০২১, ০০:০০

সাবেক বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র ছেলে মুজিবুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে নেয়া ২২টি গ্যাসের চুলার সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)। গত শুক্র ও শনিবার দুদকের দায়ের করা মামলার প্রেক্ষিতে নগরীর চান্দগাঁও থানার সানোয়ারা আবাসিক এলাকার ওই বাড়িতে অভিযান চালিয়ে এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের মহাব্যবস্থাপক নূরুল আবসার সিকদার বলেন, কেজিডিসিএল’র বিপণন বিভাগের কর্মকর্তারা ওই বাড়ির গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। এর মাধ্যমে বাড়ির ২২টি গ্যাসের চুলার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আর এ জালিয়াতির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ইতিমধ্যে দুদক ব্যবস্থা নিচ্ছে। প্রসঙ্গত, দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে গ্যাস সংযোগ প্রদান এবং গ্রহণের দায়ে গত বৃহস্পতিবার নুরুল ইসলাম বিএসসি’র ছেলে মুজিবুর রহমান ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। এই মামলায় ওই দিনই অভিযান চালিয়ে কেজিডিসিএল’র ৩ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us