সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় সুজনের মানববন্ধন

মানবজমিন প্রকাশিত: ১৪ জুন ২০২১, ০০:০০

নওগাঁর মান্দায় প্রসাদপুর সাব-রেজিস্ট্রার অফিসের ভেতরে সাংবাদিক আব্বাস আলীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আব্বাস আলী সুজনের প্রচার সম্পাদক, দৈনিক যুগান্তর ও জাগোনিউজের জেলা প্রতিনিধি। গতকাল বেলা ১১টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের রাস্তায় জেলা শাখা (সুজন) সুশাসনের জন্য নাগরিক কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সুজনের জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সাদেকুল ইসলাম, সুজনের সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক একে সাজু, জেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন, সাংবাদিক আরমান হোসেন রুমন, শামিনুর রহমান ও অন্তর আহমেদ প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিককে নির্যাতন করা জঘন্য অপরাধ। ঘটনার সঙ্গে যুক্ত মূল আসামিদের পুলিশ আটক না করায় প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সাংবাদিকের ওপর নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় বার বার নির্যাতনকারীরা পার পেয়ে যাচ্ছে। উল্লেখ্য, গত ৮ই জুন মান্দা উপজেলার প্রসাদপুর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক বাবুল আক্তারের নেতৃত্বে ১০-১২ জন প্রসাদপুর সাব-রেজিস্ট্রার অফিসের ভেতরে আব্বাস আলীর ওপর হামলা করে। এ সময় তার কাছে থাকা ল্যাপটপ, ক্যামেরা ও তিন লাখ টাকা ছিনতাই করা হয়। ঘটনায় আব্বাস আলী বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ্য অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে মান্দা থানায় মামলা দায়ের করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us