সেই তিনি বিধায়ক হিসেবে মাসে বেতন ও বিভিন্ন ভাতা বাবদ প্রায় ৮২ হাজার রুপি পাবেন জেনে বিস্ময় প্রকাশ করে বলেছেন, “অত্ত টাকা মাইনে পাব?”আনন্দবাজার ডিজিটালের প্রতিবেদনে বলা হয়েছে, রাজমিস্ত্রি স্বামীর সঙ্গে জোগালির কাজ করা চন্দনার দৈনিক মজুরি আড়াইশো রুপি মতো ছিল, সরকারি প্রকল্পেও জোগালির কাজ করেছেন তিনি।