গালভরা চাপ দাড়ি আর পাকানো গোঁফের বাহার আকর্ষণ বাড়াচ্ছে পুরুষদের। কিন্তু এই বাহার যে করোনা ভাইরাসকেও আকর্ষণ করছে, তেমনটাই জানাচ্ছে গবেষণা।
টিকা দেওয়ার পর থেকে সংক্রমণ (Coronavirus) একটু একটু করে কমতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে অনেক রাজ্যই লকডাউনটি উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে, সরকারের তরফ থেকে সকলকে সতর্ক থাকার জন্য আবেদন করা হয়েছে। এরই মধ্যে কোভিড (Covid) সম্পর্কে একটি প্রতিবেদন সামনে এসেছে, যেখানে দেখা গিয়েছে যে সব মানুষের দাড়ি রয়েছে, তাঁদের কোভিড (Covid) সংক্রমণের ঝুঁকি বেশি। পূর্ববর্তী গবেষণায় দেখা গিয়েছিল, যে কোনও সংক্রামিত ব্যক্তির কাশি, হাঁচি বা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে কোভিড -১৯ রোগ ছড়িয়ে পড়ে। এই সমীক্ষায় বলা হয়েছে দাড়ি বা লম্বা চুল থেকে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে।ভরা থকালে মাস্কটা ঠিকমতো মুখ ঢেকে রাখতে পারে না।