শনিবার রাতে খেলা চলাকালীন মাঠের মধ্যেই লুটিয়ে পড়েছিলেন ডেনমার্কের তারকা মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন। ধারণা করা হয়েছে, হার্ট অ্যাটাক করায় ওভাবে মাঠে আছড়ে পড়েন তিনি। সতীর্থ খেলোয়াড় ও দর্শকদের অভিব্যক্তিতে পরিষ্কার বোঝা যাচ্ছিল, গুরুতর অবস্থা এরিকসেনের।
সবার দুশ্চিন্তা কমানোর খবর মেলে এরিকসেন মাঠ ছেড়ে হাসপাতালে যাওয়ার আগেই। স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সের কাছে নেয়ার সময়ই জ্ঞান ফেরে এরিকসেনের, হাত নেড়ে সাড়াও দেন। পরে হাসপাতাল থেকে জানানো হয়, শঙ্কামুক্ত আছেন এরিকসেন। তবে যথাযথ চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।