ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় দুপুরের পর থেকে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। যানজটে আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত শনিবার (১২ জনু) সন্ধ্যার পরও যানজট দেখা গেছে। পুলিশ ও যানবাহন চালকরা জানান, যানজট মহাসড়কের গোড়াই এলাকার উভয় পাশে অন্তত চার কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হয়েছে।