নতুন চারটি বিল এসেছে মার্কিন প্রতিনিধি পরিষদে যেগুলোর লক্ষ্য প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে একটিতে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়ার কথা বলা হয়েছে। দুটি বিলে অ্যামাজন বা গুগলের মতো জায়ান্ট প্রতিষ্ঠানের কথা উঠে এসেছে বলে প্রতিবেদনে বলেছে রয়টার্স, যারা নিজে অন্য ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য প্ল্যাটফর্ম তৈরি করে নিজেরাই সেখানে প্রতিদ্বন্দ্বীতা করে।