এ কথা শুনতে তো ভালোই লাগে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের জিডিপি বা মোট দেশজ উৎপাদন ৩০ লাখ ৮৭ হাজার ৩০০ কোটি টাকা। মাথাপিছু আয় ২ হাজার ২২৭ ডলার বা বার্ষিক ১ লাখ ৮৮ হাজার ৮৭৩ টাকা। গত বছরের তুলনায় আয় বেড়েছে ৯ শতাংশ। এই হিসাবে বাংলাদেশের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেক নাগরিকের মাসিক আয় ১৫ হাজার ৭৩৯ টাকা। অর্থাৎ ৫ সদস্যের একটি পরিবারের মাসিক আয় দাঁড়ায় ৭৮ হাজার ৬৯৫ টাকা। মাথাপিছু আয়ের এই হিসাব শুনে দেশের বেশির ভাগ মানুষের ভালো লাগার কথা।