দুখী মানুষের অর্থনীতিবিদ

সমকাল শেখ রোকন প্রকাশিত: ১২ জুন ২০২১, ১৫:২১

অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ, আমাদের প্রিয় 'খলীক স্যার' এদেশের আরও অনেকের মতো 'দুই জন্মদিন প্রপঞ্চ' এড়াতে পারেননি। তার 'দাপ্তরিক' জন্মদিন ১২ মার্চ (১৯৪৩) সবারই জানা। কিন্তু আমরা কেউ কেউ জানি, তার প্রকৃত জন্মদিন একই বছরের ১২ জুন।


তার পিতা মৌলানা কাজী মুফজ্জল হুসেন ছিলেন ব্রিটিশ ভারতের আসাম গণপরিষদের নির্বাচিত সদস্য বা এমএলএ। দেশ ভাগের পর রাজনীতি ছেড়ে অধ্যাপনায় যোগ দেওয়া পিতার কাছেই শৈশব-কৈশোরের পড়াশোনা করে মৌলভীবাজার পোর্টিয়াস উচ্চ বিদ্যালয়ে একবারে অষ্টম শ্রেণিতে যখন ভর্তি হতে যান, তখনই প্রকৃত ও দাপ্তরিক জন্মদিনের এই পার্থক্য তৈরি হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us