ভারতে কোভিডের ভয়াবহ দ্বিতীয় ঢেউয়ের সময় নকল ওষুধ বিক্রি সহ অন্যান্য প্রতারণার জন্য দিল্লির পুলিশ সাড়ে তিনশরও বেশি লোককে গ্রেপ্তার করেছে। দেশটিতে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত বিজ্ঞাপন থেকে নতুন ওষুধ, অক্সিজেন কিনে বহু মানুষ প্রতারিত হয়েছেন। দিল্লি পুলিশ বিবিসিকে জানিয়েছে, এই দুর্ভোগের সময় এধরণের প্রতারণা মানবতার বিরুদ্ধে অপরাধেরই সামিল। দিল্লি থেকে বিবিসির অরলা গেরিনের প্রতিবেদনটি দেখানোর আগে আপনাদের জানিয়ে রাখি, এর কিছু দৃশ্য দেখে কেউ কেউ বিচলিত হতে পারেন।