জল্পনায় শিলমোহর। তৃণমূল ভবনে যাচ্ছেন মুকুল ঘোষ। সল্টলেকের বাড়ি থেকে বেরিয়ে নিজেই জানালেন তিনি। বঙ্গ রাজনীতির সবচেয়ে জোরালো জল্পনায় যবনিকা পতন হতে চলেছে আজই। রাজনৈতিক মহলে জোর জল্পনা শুক্রবার দুপুরেই ফের জোড়াফুল শিবিরে যোগ দিতে চলেছেন একদা দলের সেকেন্ড -ইন-কম্যান্ড মুকুল রায়। সঙ্গে রয়েছেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়ও। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি পদে রয়েছেন তিনি। অন্যদিকে, কালীঘাটের বাড়ি থেকে তৃণমূল ভবনে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিন দুপুরে দলের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে সেখানে। সেখানেই মুকুল-শুভ্রাংশু সরকারিভাবে জোড়াফুলে যোগ দেবেন বলে মনে করা হচ্ছে।