মেয়র হিসেবে প্রতিদ্বন্দ্বিতার গোড়ার দিকে ঢাকাবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ঢাকার ঐতিহ্য ফিরিয়ে আনা হবে। ঢাকাকে নিয়ে মানুষ নতুনভাবে ভাবতে পারবে। দেশী-বিদেশি পর্যটকরা ঘুরতে আসবে পুরান ঢাকায় দেখবে ঐতিহ্যের ঢাকা।
আর সেই পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন এসব বিষয় নিয়ে বার্তা২৪.কমকে দেওয়া সাক্ষাৎকারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, পুরান ঢাকার ঐতিহ্যকে ধারণ করে উপভোগ্য জায়গা করতে চাই।