করোনা শনাক্তে নওগাঁয় বিনামূল্যে র্যাপিড এন্টিজেন টেস্ট শুরু হয়েছে। নমুনা পরীক্ষায় উদ্বুদ্ধ করতে ৬ জুন (রোববার) থেকে কার্যক্রম শুরু হয়ে এ পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে দুই হাজার ২৭১ জনের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। পরীক্ষায় ২৫০ জনের শরীরে করোনা শনাক্ত হয়।