ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে টানা সাতবার অন্তত সেমিফাইনালে ওঠা দলটা গত বিশ্বকাপে মুখ থুবড়ে পড়েছিল। বাদ পড়েছিল প্রথম রাউন্ড থেকেই। তবে জার্মানরা সর্বশেষ যে আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রথম রাউন্ডে বিদায় নিয়েছিল, পরের টুর্নামেন্টেই উঠেছিল সেমিফাইনালে। ২০০৪ ইউরোর প্রথম রাউন্ডে বিদায় নেওয়ার পর উঠেছিল পরের ইউরোর ফাইনালেও।
এই ইউরোর পর জাতীয় দলের দায়িত্ব ছাড়তে যাওয়া ইওয়াখিম ল্যুভ শিষ্যদের কাছ থেকে অমন একটা ফলাফলই চাইবেন। কিংবা কে জানে, বিদায়ী গুরুদক্ষিণা হিসেবে ল্যুভের অধরা ইউরো শিরোপাটাই এনে দিলেন ক্রুস-কিমিখরা! দলটা যেহেতু জার্মানি, সেটা হলেও অবিশ্বাস্য কিছু হবে না।