পুরো পালে মোট ১৫টি হাতি, তার মধ্যে দুটি শাবক। ফসলের ক্ষেত তছনছ করে, গ্রামের পর গ্রাম, শহরের পর শহর পেরিয়ে ১৫ মাস ধরে তারা ছুটছে।
চীনের এশীয় হাতির এই পালটি ইতোমধ্যে তাদের আদি বাসভূমি থেকে ৫০০ কিলোমিটারের বেশি পথ পেরিয়ে এসেছে। বিজ্ঞানীরা বলছেন, আবাস ছেড়ে বুনো হাতির এত দীর্ঘ দূরত্ব পাড়ি দেওয়ার আর কোনো ঘটনা তাদের জানা নেই।