ঝুম বৃষ্টিতে ভিজে খেলছিল দুই ভাইবোন রিপন (৬) ও সুবর্ণা (৯)। একটু দূরেই ওদের বয়সি সবুজ, পরাণ, রিয়াজ ও মাইসাও হাতে হাত রেখে গোল হয়ে খেলছে। ওদের কাছেই জানা গেল ওখানেই পাটি পেতে মাটিতে তাদের স্কুল বসে।
সেদিন বৃষ্টি হচ্ছিল বলে তাদের ভাইয়া পড়াতে আসেনি। সুবর্ণা জানাল, তাদের স্কুল সচরাচর বন্ধ হয় না। শুধু বৃষ্টি হলেই বন্ধ থাকে। আর যেদিন স্কুল বন্ধ থাকে, সেদিন তাদের মন খুব খারাপ থাকে। কথা হচ্ছিল হাইকোর্ট মাজারের গেটের পাশে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে। তারা এই গেটের কাছে স্কুলে পড়াশুনা করে। তাদের কেউ পুলিশ অফিসার, কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে চায়। আর তাদের এই স্বপ্ন পূরণে সহযোগিতা করছে তাদের দরিদ্র বাবা-মা ও স্কুল পরিচালনা সংগঠন ‘জুম বাংলা ইয়ুথ ফাউন্ডেশন’।