তরুণ সাংবাদিক ইহসান ইবনে রেজা ফাগুনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত চক্রটিকে চিহ্নিত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), জামালপুর। আজ বৃহস্পতিবার দুপুরে পিবিআই জামালপুরের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
পিবিআই জামালপুরের পুলিশ সুপার এম.এম. সালাহ উদ্দীন সংবাদ সম্মেলনে বলেন, এনটিভির সাংবাদিক কাকন রেজার ছেলে তরুণ সাংবাদিক ইহসান ইবনে রেজা ফাগুন ২০১৯ সালের ২১ মে ঢাকা থেকে কমিউটার ট্রেনে করে জামালপুর হয়ে শেরপুরে তাঁর বাড়ির উদ্দেশে রওনা হন। ট্রেনে ছিনতাইকারীরা তাঁকে জোর করে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তাঁর কাছ থেকে মোবাইল, আইডি কার্ড, টাকা ও ল্যাপটপ ছিনিয়ে নেয়। এ সময় রেজা ফাগুন বাধা দিলে তাঁকে ট্রেনের দরজা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরের দিন জামালপুরের নান্দিনা রেলস্টেশনের কাছে রানাগাছা এলাকা থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে জামালপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা করা হয়।